হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রওশন জামিল (৩০)কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রওশন জামিল (৩০) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।
হাকিমপুর থানার মামলা ০৭।
গোলাম মোস্তাফিজার রহমান মিলন
হিলি, দিনাজপুর