March 10, 2025, 4:59 pm

সংবাদ শিরোনাম
জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বার পেটে লাথি আওয়ামী লীগ নেতার এই প্রথম যশোরে নারী পুলিশ সুপার রওনক জাহানের যোগদান গাইবান্ধায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান শেরপুরের নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে খুন জয়পুরহাটে বিএনপির একাংশের সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে হত্যা চেস্টার অভিযোগ সাংবাদিক হত্যা হুমকি ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ গাইবান্ধা প্রেস ক্লাবে আলোচনা সভা, দোয়া ও ইফতার মহাফিলে জেলা বিএনপির সভাপতি সিলেটে সাংবাদিক রাজন সহ ৩ নারী গ্রেফতার ঘটনায় ধূম্রজাল, গভীর ষড়যন্ত্রের ইংগীত মিলছে মৌলভীবাজারে ভোক্তা অধিকার কর্তৃক অভিযান ও জরিমানা

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ।

১। অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি প্রাইভেটকারে করে মাদক বহনকালে আনুমানিক ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. আক্তার হোসেন (৩৩), পিতা-মা. রুপ মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা ও ২। মো. কবির হোসেন (৪০), পিতা-মো. বাবুল মিয়া, সাং-মাঝিগাছা, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

২। এছাড়া একই তারিখ ভোর রাত আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩৩ (তেত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. এমরান @ সুমন (৩০), পিতা-মো. এমদাদুল হক, সাং- দাউদপুর টাং রোড চৌধুরী বাড়ী, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ২। মো. মোস্তফা @ সুমন (৩৪), পিতা-মো. তৈয়ব আলী, সাং-তুলাবাড়ীয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মো. মেহেদী হাওলাদার (২১), পিতা-মো. এনামুল হাওলাদার, সাং-চরগদনাপুর থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর ও ৪। মোছা. রহিমা আক্তার (৩৪), স্বামী-মো. হালিম শেখ, সাং-উত্তরফুলাতা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

৪। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তাপস কর্মকার
সিনি. সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে

Share Button

     এ জাতীয় আরো খবর