পটুয়াখালী প্রতিনিধি:
“নারী-কন্যা সুরক্ষা করি,সহিংস মুক্ত বিশ্ব করি” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ র্যালি
অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা তাসলিমা আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি সহকারী পরিচালক (সিপিপি) আছাদুজ্জামান খান, বন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু সহ সরকারি বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের ৫ জয়িতা সম্মাননা দেওয়া হয়। এরা হলেন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা মোসাম্মৎ লায়লা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাপসী রানী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসাম্মৎ নাসিমা বেগম, সফল জননী সুফিয়া বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোসাম্মৎ নাদিয়া আক্তার মুক্তা