January 19, 2025, 9:30 pm

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) রাত এগারোটার দিকে নিজ গ্রামে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় দাড়িয়ে খোশগল্প করতে ছিলো এসময় তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানান পুলিশ। গত ৫ আগষ্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন এবং থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি বলে জানান পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।
তিনি জানান,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানা মামলা ০৭। গ্রেফতারকৃত আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, ও (হাকিমপুর, ঘোড়াঘাট) থানার সার্কেল এএসপি মহোদয়ের পরামর্শে আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হামিদুল, এসআই সুজা মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ধর্মীয় মাহফিলের পাশে পাকা রাস্তায় খোশগল্প করতে ছিলো এসময় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান কে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিলো বলে জানান ওসি সুজন মিঞা।

শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখঃ ৫ আগষ্ট এর পরে থেকে নিয়মিত ভাবে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার কারণে চলতি বছরের গত ১৯ নভেম্বর লিখিত ভাবে প্যানল চেয়ারম্যানের দ্বায়িত্ব অত্র ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-ইমরান।

Share Button

     এ জাতীয় আরো খবর