January 9, 2025, 3:15 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের লামার পৌর-বাস টার্মিনালে পার্কিং করে রাখা এ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (০৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। জানা যায়, পুড়ে যাওয়া এ্যাম্বুলেন্সটির মালিক মো. আজগর ও নোহা গাড়িটির মালিক ডাঃ নুর মোহাম্মদ। তবে নোহা গাড়িটিও ড্রাইভার আজগর চালাতো।

এ্যাম্বুলেন্স গাড়ির মালিক মো. আজগর বলেন, কক্সবাজার রোগী দিয়ে রাতের ৩ টা ৪০ মিনিটে এসে লামা পৌর বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করি। আনুমানিক ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।

লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পাশাপাশি পার্কিং করে রাখা ১টি এ্যাম্বুলেন্স ও ১টি নোহা গাড়ি আগুন লেগে পুড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আগুনে এ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ও নোহা গাড়ি আংশিক পুড়ে গেছে। পৌর বাস টার্মিনালে টমটম গেরেজ মালিক সালে আহমদ বলেন, ভোর ৫টার দিকে আমি ফজরের নাম পড়তে মসজিদে যাচ্ছিলাম। এ সময় দূর থেকে এ্যাম্বুলেন্স গাড়িটির পাশে আগুন দেখি। আমি ভাবলাম কেউ শীতে আগুন পোহাচ্ছে। নামাজ পড়ে এসে দেখি গাড়ি গুলো দাউ দাউ করে জ্বলছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, লামা পৌর বাস টার্মিনাল পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কারণ জানা যায়নি। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে গাড়ি দুইটি আগুনে পুড়েছে তা তদন্ত করা দেখা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর