January 19, 2025, 9:57 pm

সংবাদ শিরোনাম
পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর

বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের সদরের সঙ্গে রুমা উপজেলার বেইলি সেতু ভেঙে পড়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (০৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই সড়কের সেতুর উভয় পাশ পর্যন্ত যানবাহন চলাচল করছে। ভেঙে পড়া সেতুর দুই পাশে যাত্রীবাহী বাসও চলছে বলে পরিবহন-শ্রমিকেরা জানিয়েছেন।

রুমা উপজেলা পরিবহন শ্রমিক সিমিতির লাইনম্যান আবু বক্কর জানিয়েছেন, সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় কুক্ষংঝিরি বাজার এলাকার একটি বেইলি সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটির কোনো ক্ষতি হয়নি। এতে সেতুর পাটাতন খুলে গেছে।

এরপর আর ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অবশ্য যাত্রীরা হেঁটে ভেঙে পড়া সেতু পারাপার করে উভয় দিক থেকে যানবাহনে চলাচল করছেন। বেইলি সেতুর দুই পাশ থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে। কুক্ষংঝিরি বাজার এলাকায় ভেঙে পাড়া সেতুটি বান্দরবান-ওয়াইজংশন -রুমা সড়কে অবস্থিত। এটি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার ও রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে।

জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে।

সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিবে।

Share Button

     এ জাতীয় আরো খবর