January 22, 2025, 3:04 pm

সংবাদ শিরোনাম
ইমরান আহমদ মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ পালিত। নীলফামারীতে অবৈধ দুই ইট ভাটা থেকে ২ লাখ ৯৫হাজার টাকা জরিমানা আদায় নীলফামারীতে বিএনপি নেতা আখতারুজ্জামান জুয়েলের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ লামায় ইটভাটায় অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা শহীদ জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হোসেন পাঠান বাচ্চুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মিঠাপুকুরের দুই অদম্য মেধাবী শিক্ষার্থী সিয়াম ও শিনু মেডিকেল ভর্তির সুযোগ পেলেন। গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় চিনি উদ্ধার,আটক 2 স্বামী -্স্ত্রী্কে ফেরত দিলো ভারত পুলিশ গৌরনদীতে ১১বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ

মো.ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলার বান্দরবানের সদরের সঙ্গে রুমা উপজেলার বেইলি সেতু ভেঙে পড়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার (০৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই সড়কের সেতুর উভয় পাশ পর্যন্ত যানবাহন চলাচল করছে। ভেঙে পড়া সেতুর দুই পাশে যাত্রীবাহী বাসও চলছে বলে পরিবহন-শ্রমিকেরা জানিয়েছেন।

রুমা উপজেলা পরিবহন শ্রমিক সিমিতির লাইনম্যান আবু বক্কর জানিয়েছেন, সকাল ৮টার দিকে একটি ভারী গাড়ি পার হওয়ার সময় কুক্ষংঝিরি বাজার এলাকার একটি বেইলি সেতু ভেঙে পড়ে। তবে দুর্ঘটনায় গাড়িটির কোনো ক্ষতি হয়নি। এতে সেতুর পাটাতন খুলে গেছে।

এরপর আর ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অবশ্য যাত্রীরা হেঁটে ভেঙে পড়া সেতু পারাপার করে উভয় দিক থেকে যানবাহনে চলাচল করছেন। বেইলি সেতুর দুই পাশ থেকে যাত্রীবাহী বাস চলাচল করছে। কুক্ষংঝিরি বাজার এলাকায় ভেঙে পাড়া সেতুটি বান্দরবান-ওয়াইজংশন -রুমা সড়কে অবস্থিত। এটি জেলা শহর থেকে ৪০ কিলোমিটার ও রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে।

জেলা শহরের রুমা বাসস্টেশনের গাড়িচালকেরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে।

সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত মেরামতের ব্যবস্থা নিবে।

Share Button

     এ জাতীয় আরো খবর