December 26, 2024, 4:13 pm

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে একাধিক মিথ্যা মামলার আসামী আব্দুস সাত্তারের মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকসহ ভুক্তভোগী তিনজনের নামে সাজানো সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহল, ভুক্তভোগী পরিবার ও সুধী সমাজের ব্যানারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় নাগেশ্বরী উপজেলার শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, ভুক্তভোগী ও মামলার আসামি আব্দুস সাত্তার আলী, নজরুল ইসলাম, সাংবাদিক বাবুল জামান ও শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় ভূরুঙ্গামারী উপজেলার কথিত আওয়ামীলীগের দালাল মামলাবাজ আনোয়ার হোসেনের শাস্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করেন বক্তারা।

মামলার আসামি সাংবাদিক শফিকুল ইসলাম শফি বলেন, সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। হয়রানীমূলক এ সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অপর আসামি সাংবাদিক বাবুল জামান বলেন, এ মামলা উদ্দেশ্যপ্রণোদিত। এসময় ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

উল্লেখ্য, সংবাদ প্রচারে মানহানি হয়েছে মর্মে গত ২৮ নভেম্বর রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন অভিযুক্ত আনোয়ার হোসেন আরিফ। তিনি ভূরুঙ্গামারীর হুচারবালা গ্রামের আব্দুস সালামের পুত্র।

Share Button

     এ জাতীয় আরো খবর