গৌরনদী প্রতিনিধি
২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুথানে গৌরনদী উপজেলার তিনজন নিহত ও ২২জন আহতর স্মরনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্ব স্মরন সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির,
শরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন মিলন, চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাইফুর রহমান কচি, গৌরনদী উপজেলা জামাতের সাধারণ সম্পাদক বায়জিদ শরীফ। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে নিহতর পরিবার ও আহত ছাত্র ও স্বজনরা বক্তব্য প্রদান করেন। সভায় আহতরা জানান, অর্থের অভাবে তাদের প্রয়োজনীয় চিকিৎসাহচ্ছে না। চিকিৎসা নিশ্চিত করনে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।