যশোর প্রতিনিধি
বাংলাদেশ ন্যাশন্যাল ক্যাডেট কোর (বিএনসিসি) র সাবেক ক্যাডেট দেরকে নিয়ে গঠিত বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশন ।
কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশন’র যশোর শাখা সভাপতির সাইফুল খান বাপ্পি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এম আব্দুর রহিম।
বিশেষ অতিথি ছিলেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ’র সহযোগী অধ্যাপক সেকেন্ড লেফটেন্যান্ট শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিফাতুজ্জামান, সাধারণ সম্পাদক লোটাস আহমেদ শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক খসরুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক উসমান গনি, ত্রাণ বিষয়ক সম্পাদক প্রত্যাশা আক্তার নিশা, মুশফিকুর রহমান এবং জুয়েল রানা।
এছাড়াও যশোর জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন