December 26, 2024, 4:36 pm

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি : প্রসিকিউটর তামিম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হোসাইন তামীম বলেছেন, ‘জুলাই গণহত্যা ও বিগত সময়ের গুম-খুনের ঘটনায় ২/১টি মামলা ছাড়া বাকি সব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি যেহেতু তৎকালীন সরকারপ্রধান ও দলীয় প্রধান ছিলেন, তাকে এর দায় নিতেই হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মোংলায় বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেন মোংলাবাসী।

এই প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেগুলোর তদন্তও শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনও হাতে পেয়েছি। যার ওপর ভিত্তি করে ৭০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জানিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। এর মধ্যে ২২ আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরও করা হয়েছে। তারা ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, সাবেক এমপি ও সাবেক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।’

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ হবে। আমরা তদন্ত করতে গিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণও পেয়েছি।’
‘৫ মে শাপলা চত্বরের নৃশংসতার ঘটনায়ও হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া অভিযোগেরও তদন্ত হচ্ছে। আর বিগত ১৫ বছর ধরে চলে আসা গুম-খুনেরও তদন্ত হচ্ছে। গুমের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছি। সেটিও মঞ্জুর হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহতের ঘটনার বিচার হচ্ছে- এ জন্য অবশ্যই সময় লাগবে।

গাজী মোনাওয়ার হোসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমি গর্ববোধ করছি। তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজী আবু বকর সিদ্দিক ট্রাষ্ট এর সভাপতি জহির উদ্দিন বাবর, বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, সরকারী টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ আবু সাইদ খাঁন, সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান, বাগেরহাট জাতীয় নাগরিক কমিটির শেখ লাবিব আহমেদ, মোংলা জাতীয় নাগরিক কমিটির আবু হাসান, বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক আখতার হোসেন, সহ:সাধারণ সম্পাদক ইউনুস হোসেন, একে এম শাহাবুদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেহদি হোসেন, ইব্রাহিম হোসেন , জিহাদ হোসেন তন্ময়,খালিদ হাসান সহ অন্যান্যরা।

উল্লেখ্য, মোংলা-রামপালের বাসিন্দা মোনাওয়ার হোসাইন তামীম। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত হওয়ায় তাকে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- বাগেরহাটে জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফসহ জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর