December 26, 2024, 10:27 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

কক্সবাজারকে পর্যটকবান্ধব করতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে এনরুট ফাউন্ডেশনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং বিডি ক্লিন। এ পর্যটন উন্নয়নে ভূমিকা রাখার জন্য জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

এ কার্যক্রমে ২০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। যারা কলাতলী বিচের চারপাশে পড়ে থাকা ডাব ও নারিকেলের খোসাসহ অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনরুট ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম জুবায়ের ইবনে হাসনাত অভি, আইএলও-
আইএসইসি ট্যুরিজম পার্টনারশিপ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাকসুদুল হক, বিডি ক্লিন কক্সবাজারের প্রতিনিধি মো. সৈয়দ করিম ও ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক দীপন কান্তি দাশ।

আবর্জনা পুনর্ব্যবহারযোগ্য উপাদানে রূপান্তরের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধনে লক্ষ্যে, ডাবের খোসা পুনর্ব্যবহার করে কোকোপিট উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে এনরুট ফাউন্ডেশন। কোকোপিট একটি পরিবেশবান্ধব এবং কার্যকর উপাদান যা ছাদবাগান ও বৃক্ষরোপণ কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এনরুট ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আইএলও-আইএসইসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাকসুদুল হক বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে নতুন পণ্য উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে, তারা নিজেরাও এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক দীপন কান্তি দাশ তার বক্তব্যে কক্সবাজারের পরিচ্ছন্নতা রক্ষা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এ বিষয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্ধসঢ়;বান জানান, যাতে কক্সবাজার একটি পরিচ্ছন্ন এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে বজায় থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর