October 14, 2024, 8:29 pm

সংবাদ শিরোনাম
বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

গাইবান্ধার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযোগের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শাকির হায়দার-গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) কে নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান।

গত ০৩/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুবিধাবঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা ইয়াসমিন লাকী।
অভিযোগে তিনি উল্ল্যেখ করেন, নার্গিস বেগম ২০১৮ সালে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার প্রকৃত সুবিধা বঞ্চিত অসহায় বেকার ও উদ্যোক্তাদের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনিত পারিবারিক ভাবে সচ্ছল এবং দালাল শ্রেনির নারীদের তালিকা প্রস্তুত করে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করে আসছে এবং বারবার একই ব্যাক্তিদের দিয়ে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেন তিনি। শুধু তাই নয় অত্র অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সুবিধাভোগীদের নামের বিভিন্ন বরাদ্দের অংশের অর্থ নিজেদের পকেটে ভরান। অভিযোগে আরো উল্ল্যেখ রয়েছে সরকার দলীয় লোকজনদের যোগসাজসে দীর্ঘ প্রায় ০৬ বছরের অধিক সময় একই দপ্তরে অবস্থান করার কারণে এই নার্গিস বেগম জেলা পর্যায়ের একজন নারী মাফিয়া কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এ সকল অনিয়ম ও দূর্ণীতির কেউ প্রতিবাদ করতে গেলে তিনি প্রতিবাদকারীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও সাধারণ সেবা গ্রহীতাগণ সহ তার অধিনস্ত সহকর্মীদের সাথে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে নার্গিস বেগমের বিরুদ্ধে। এদিকে এই অভিযোগের সূত্র ধরে এস এ টেলিভিশনের এক সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগের কথা ভুক্তভোগীসহ সাধারণ মানুষের মুখে।

উক্ত ঘটনায় সহকারী কমিশনার সাধারন শাখা মো: মোস্তাফিজুর রহমান কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করায় আনন্দিত ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা নার্গিস বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।

Share Button

     এ জাতীয় আরো খবর