বেনাপোল থেকেএনামুলহকঃ
বেনাপোল সাদিপুর সীমান্তে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি পিস্তল ও ৩রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি কোন অস্ত্র পাচারকারী কে বেনাপোল সাদিপুর সীমান্তে । বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে জানান বিজিবি কর্মকর্তা ও স্থানীয়রা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরের সময় বেনাপোল সীমান্তে সাদিপুর গ্রামেএক অভিযান চালায় বিজিবি। পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল বন্দর পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।