মোঃ মোস্তাফা মিয়া, পীরগঞ্জ; পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের রাঙামাটি জামে মসজিদ মুয়াজ্জিন মোঃ মতিয়ার রহমান (৭০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা যায়, অত্র ইউনিয়নের খালিশা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত. আব্দুল গনি মিয়া’র ছেলে মোঃ মতিয়ার রহমান (৭০) দীর্ঘদিন থেকেই রাঙামাটি জামে মসজিদ মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন।
আজ (৮ জুলাই) সোমবার প্রতিদিনের মতো যোহরের আযান দেওয়ার জন্য ওযু করে মসজিদের ভিতরের মাইক্রোফোন হাত নিলে মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে মসজিদে আসা মুসল্লীরা দেখতে পেলে তাকে নিহত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম।
ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম গণকন্ঠ প্রতিবেদককে বলেন, নতুন মসজিদ নির্মান চলছে এজন্য অস্থায়ী মসজিদে মুয়াজ্জিন আজান দেওয়ার সময় মাইক্রোফোন বিদ্যুতায়িত হয়ে যায়। তাতে মুয়াজ্জিনের দুহাত পুড়ে ঘটনাস্থলেই মারা যান। অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।