October 10, 2024, 8:23 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

উজিরপুরে সড়কে পথচারীকে চাপা দিয়ে পুকুরের বাস নিহত

নাজমুল হক মুন্না

ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাস স্ট্যন্ডের উত্তর পাশে চৌকিদার বাড়ী নামক এলাকায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। ১৩ মার্চ বুধবার দুপর ১টার দিকে ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, যশোর থেকে বরিশালের উদ্দেসে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের যশোর ব- ১১ -০২৪৬ একটি বাস সানুহার এলাকার বেলাল সরদারের পুত্র সুমন সরদার (১৮) নামক এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে চৌকিদার বাড়ির পুকুরের মধ্যে পড়লে ১ জন বাসের যাত্রী নিহত হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাস চালক পলিয়েছে। গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়ে পুকুরে পড়া বাসের মধ্যে থাকা ব্যাক্তি মরাদেহ উদ্ধার করেন। গৌরনদী হাইওয়ের থানা পুলিশ জানিয়েছেন মূত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয়রা জানিয়েছেন বেপোরোয়া গতির বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে সড়কে ফিসে মেরে চৌকিদারবাড়ীর পুকুরের মধ্যে খাদে পড়লে বাসের ১৫ যাত্রী আহত হয়েছে আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি মো: জাফর আহম্মেদ সড়ক দূঘটনায় ২ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন চাকলাদার পরিবহনের বেপরোয়া বাসের কারনে সড়ক দূঘটনাটি ঘটেছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর