-
- Uncategorized
- জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে
- আপডেট সময় December, 11, 2023, 9:00 pm
- 79 বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :
জৈন্তাপুর প্রাণিসম্পদ অধিদপ্তর লাইভস স্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র আওতায় কেন্দ্রী ছাগল উৎপাদন সমিতির সুফল ভোগীদের মধ্যে ছাগল পালনে গৃহ:নিমার্ণ বাবত সরকারি অনুদানের চেক হস্থান্তর করা হয়েছে।
ছাগল উৎপাদন সমিতির ২৭ জন সুফল নারী উপকার ভোগীদের মাঝে সরকারি ভাবে ২৫ হাজার ৫ শত টাকা করে মোট ৬ লাখ ৮৮ হাজার ৫শত টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক হস্থান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে গবাদি পশু ও হাসঁ মুরগীর খামার স্থাপন
উদ্বুদ্ধকরণ ও খামারী সচেতনতা বৃদ্ধি’তে এক
উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ লাইভস স্টক ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র কর্মকর্তা ডা: মো: সাইফ উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবু জাহের, জৈন্তাপুর ইউনিয়নের (এলএফএফ) মো: হাবিবুর রহমান।
বক্তারা বলেন, দেশের নারী সমাজের অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। একটি কল্যাণ মুখি সমাজ ও রাষ্ট্র বিনির্মানে নারী-পুরুষ উভয়-কে এগিয়ে আসতে হবে। ছাগল উৎপাদনে সরকারি অনুদানের টাকা সঠিক ভাবে ব্যবহার নিশ্চিত করতে উপকার ভোগী সদস্য সহ সবার সহযোগিতা প্রয়োজন।
কেন্দ্রী ছাগল উৎপাদন সমিতির সভাপতি নুরজাহান বেগম ও সাধারণ সম্পাদক জাহানারা বেগমের সার্বিক সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ও কেন্দ্রী ছাগল উৎপাদন সমিতির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর