December 9, 2024, 10:11 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তফসীল ঘোষনার প্রতিবাদে সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি:

নির্বাচন কমিশন কর্তৃক প্রহসনের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।

অদ্য ১৬-১১-২৩ইং বিক্ষোভ মিছিলটি শহরের কোর্ট পয়েন্ট থেকে  বের হয়ে ট্রাফিক পয়েন্টে  এসে শেষ হয়। এবং সেখানেই তারা সমাবেশ করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ এর পরিচালনায়  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব জিলাই মিয়া জিলানি, যুব আন্দোলনের সভাপতি তানভীর আহমেদ তাসলীম, ছাত্র আন্দোলন সভাপতি রেজওয়ান আহমদ,ইসলামী আন্দোলন জেলা সহসভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ,মাও.আব্দুস শহিদ প্রমুখ।

বক্তারা বলেন ১৪/১৮ সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে চায় সরকার। এ জন্য দেশের জনগনের মতামতকে উপেক্ষা করে একতরফা তফসীল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আমরা এ তফসীল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এবং এ নির্বাচনী ট্রেন দুর্ঘটনায় পতিত করতে ইসলামী আন্দোলন প্রস্তত রয়েছে।কঠোর আন্দোলনের মাধ্যমে এই নির্বাচন কমিশনকে পতদ্যাগে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর