আজ ৩ ই সেপ্টেম্বর রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র ্যাবের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহম্মেদ। তিনি জানান গত ২ রা সেপ্টেম্বর রাত্রী আনুমানিক ৯ ঘটিকার সময় র ্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামন হতে বেলাল নামের এক মাদক ব্যবসায়ি কে ২৪২ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেলাল গোবিন্দগঞ্জ উপজেলার কুঠিবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র। আসামি কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।