February 18, 2025, 7:17 pm

সংবাদ শিরোনাম

শিবচরে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

শিবচরে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাকিবুল হাসান(রকি),
শিবচর(মাদারীপুর)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুর-১ আসনে প্রার্থী বাছাইয়ে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় শিবচর পৌর এলাকায় এ সভার আয়োজন করে জেলা জাকের পার্টির কমিটি।

উপজেলা জাকের পার্টি সভাপতি শামচুল আলম সিরাজ মুন্সির সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান আকন
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা মোর্শেদ হাসান জামাল, মোঃদেলোয়ার হোসেন, বিপ্লব বণিক, শেখ মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ হাওলাদার, কৃষক মহিউদ্দিন ফকির, মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী।
স্থায়ী কমিটির সদস্য মুরাদ হোসেন জামাল,মাহবুবুর রহমান হায়দার,শামীম হায়দার,আব্দুল লতিফ খান যুবরাজ,শেখ নজরুল ইসলাম লিটন,আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী,আলহাজ্ব মুফতি মাওলানা মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম রবি প্রমুখ।

পরে মাদারীপুর-১ আসনে জাকের পার্টি থেকে এস এম মাসুদ উদ্দিন শিকদার,
সিরাজুল ইসলাম সিরাজ,
মোঃ খাইরুল বাশার সোহাগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আবেদন করেন। পরে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে
সিরাজুল ইসলাম সিরাজ পেয়েছেন ১৪৭ টি ভোট,
খাইরুল বাশার সোহাগ পেয়েছেন ২২২ ভোট,
এস এম মাসুদ উদ্দিন শিকদার ৫০২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এস এম মাসুদ উদ্দিন শিকদারকে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জুন থেকে দেশব্যাপী কাউন্সিলদের ভোটের মাধ্যমে ৩০০ আসনেই প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাকের পার্টি।

Share Button

     এ জাতীয় আরো খবর