October 10, 2024, 4:16 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে কৃষকদের মানববন্ধন!

মোস্তফা মিয়া পীরগন্জ (রংপুর) সংবাদদাতাঃ

রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের
বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা চেয়ে কৃষকের ফসল রক্ষার্থে প্রায় ৫’শ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় অত্র গ্রামবাসীর আয়োজনে উপজেলার একতাবাজার নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অত্র এলাকার হাজারো কৃষক অংশগ্রহন করেন। এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল মন্ডল,সাইরুল ইসলাম, নুরুল ইসলাম, শয়ন মিয়া,প্রমুখ।
কৃষকরা বলেন, দীর্ঘ দিন ধরে বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এলাকাজুড়ে প্রায় ৫’শ বিঘার মতো আমন ধানের জমির ধান নষ্টের পথে এ নিয়ে কৃষকরা মানবেতর জীবনযাপন করছে। আমাদের দীর্ঘ দিনের চাওয়া বামনীর বিল,ভেকির বিল,ভেলামারি বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। আমরা চাই এখানে টানেল নির্মাণ করে একটি দীর্ঘ স্থায়ী সমাধান।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, অনেক আগেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার ছিলো।ধান কিছু নষ্ট হয়ে গেছে তারপরেও এখন যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় তাহলে চিকন ধান লাগানো যাবে। তিনি আরও বলেন উর্ধতন কর্মকর্তা ছাড়া আমারা এটি সমাধান করতে পারবো না।

Share Button

     এ জাতীয় আরো খবর