October 10, 2024, 4:20 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার শহরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১২ জন জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান। দুপুর ২টার দিকে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছেছে বলে জানা গেছে।

জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ওই জেলের নাম—আইয়ুব আলী (৫৭)। তিনি চকরিয়া পৌরসভার পশ্চিম মণ্ডলপাড়ার তরছঘাট এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি বলেন, ‘আইয়ুব আলী পরিবারে এক সময় বোট ছিল। সেই সূত্রে তিন যুগেরও বেশি সময় ধরে ট্রলারে করে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।’

তিনি আরও বলেন, ‘দগ্ধ হওয়ার পর তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান।

আইয়ুব আলীর স্ত্রী রাবিয়া বেগম বলেন, ‘সাগর থেকে মাছ ধরে ফিরে উনি শুক্রবার সকালে ফোন দিয়েছিল। খোঁজ-খবর নিয়ে বাড়ি আসার কথাও বলেছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন সব শেষ হয়ে গেছে। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সুখের সংসারে এখন অন্ধকার!’

Share Button

     এ জাতীয় আরো খবর