July 27, 2024, 8:27 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পথ ভুলে পাবনার শিশু কুড়িগ্রামে, উদ্ধার করে পরিবারকে ফিরিয়ে দিল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পথ হারিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এসে কান্না করছিলেন শাওন নামের এক
১১ বছর বয়সী শিশু। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ লাইনে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
এর আগে গত ১৫ জানুয়ারি সন্ধার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে
কুড়িগ্রাম সদর থানার একটি টহল টিম কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মোঃ আলামিন ওরফে শাওন (১১) কে
উদ্ধার করে। থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, শাওন পাবনার ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর
ছাত্র। বাবা রফিকুল ইসলাম ,গ্যাস কোম্পানির পিকআপ চালক। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকালবেলা
ট্রেনে উঠে চলে এসেছে। পরবর্তীতে ঈশ্বরদী থানায় যোগাযোগ করে শাওনের বাবা মাকে খবর দেন সদর
থানা পুলিশ। খবর পেয়ে শাওনের বাবা-মা ও ভাই কুড়িগ্রাম থানায় উপস্থিত হলে শাওনকে হস্তান্তর করে
কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯
লাইনে খবর পেয়ে শাওন নামের এক শিশুকে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়। বিকেলে
তার বাবা, মা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর