March 20, 2025, 8:03 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৯ লাখ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ,

নীলফামারীতে জাপার পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

জেলা প্রতিনিধি:
নীলফামারীর রামনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ। পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ ও নেতৃবৃন্দ।
নীলফামারী সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত। আরও উপস্থিত সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।কম্বল বিতরণ কালে প্রধান অতিথি একেএম সাজ্জাদ পারভেজ বলেন, বেশ কিছুদিন ধরে নীলফামারিতে শৈত্য প্রবাহ চলমান থাকায় খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট হচ্ছে এমতাবস্থায় তাদের কষ্ট কিছুটা কমাতে কম্বল দিতে পেরে আমরা আনন্দিত।
অন্যদিকে কম্বল নিতে আসা রিক্সা চালক,কৃষকশ্রেণী অসহায় গরিব ব্যাক্তিরা জানান, হঠাৎ শীত বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের দামও বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড ঠান্ডায় মানুষ দরকার ছাড়া খুব একটা বাইরে বেড় হচ্ছে না। যে কারণে আয় কমে গেছে খাবার যোগাতে পারি না আর শীতবস্ত্র কীভাবে কিনবো। এই ঠান্ডায় জাতীয় পার্টির দেয়া শীতবস্ত্র পেয়ে অনেক উপকার হইল।
নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ বলেন, নীলফামারী সদর উপজেলা জাতীয় পার্টি আজ পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। দেশের উন্নয়নে এবং মানুষের প্রয়োজনে সব সময় জাতীয় পার্টি মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।
Share Button

     এ জাতীয় আরো খবর