পার্বতীপুর প্রতিনিধি:-
সোমবার (১৯ ডিসেম্বর)সৈয়দপুর- রংপুর মহাসড়কে আজ সন্ধ্যায় কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট থেকে দেশ জন।
নিহতরা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লাহ কিছু নিহত হাসপাতালে তাদের পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান, এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে মারা যান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তারাগঞ্জ উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলেই চারজন নিহত নিশ্চিত করেন। এ বিষয়ে তারা গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান তাৎক্ষণিকভাবে সকলের পরিচয় জানা যায়নি।