সুমন, বিনোদন:
ইন্টারনেটে অল্পসময়ের মধ্যে ঝড় তোলা সেই ভিডিওর মেয়েটির পর এবার জানা গেল ছেলেটির পরিচয়। সেই ভিডিওতে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র চোখ মেরে যাকে ইশারা দিয়েছিল তার নাম রোশান আব্দুল রউফ । তার বয়স ১৮ ও তিনি কলেজে পড়েন ।
তার জীবনের প্রথম ছবি ছিল এটা আর ছবিতে তিনি নায়ক চরিত্রে ও ছিলেন নাহ, তাতেই যে এত ঝড় তুলবে তা কখনও কল্পনা করতে পারেননি রোশান।
[embedyt] https://www.youtube.com/watch?v=W0fKl43QmIE[/embedyt]
এক প্রশ্নের জবাবে তার জীবনে ভালবাসার মানুষ আছে কি না, প্রিয়া বলেন তার জীবনের কোন ভালবাসার মানুষ নাই। তার জীবনের লক্ষ্য কলেজে ভাল পড়াশুনা এবং অভিনেত্রী হওয়া ।
প্রিয়া আর বলেন যে, বর্তমানে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক ভুয়া আইডি খোলা হয়েছে। আমি শুধু ব্যবহার করি ফেসবুক এবং ইনস্টাগ্রাম। টুইটারে আমার কোন আইডি নেই।