October 10, 2024, 12:21 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

রমেক হাসপাতালে জনগণের চিকিৎসা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি পেশ

শাহ মোহাম্মদ রায়হান বারী,রংপুর ব্যুরো:-

রংপুর গত ১১ই অক্টোবর ২২ সকাল ১০ টায়    মহানগর নাগরিক কমিটির উদ‍্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, অধ‍্যাপক আব্দুস সোবহান, এডভোকেট মাসুম হাসান, ওয়াজিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ পলাশ কান্তি নাগ, নারীনেত্রী সানজিদা আক্তার, শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌস, সুভাষ রায়, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষানবীশ আইনজীবী নাসির সুমন, স্বপন রায় প্রমুখ।
স্মারকলিপিতে, মেডিকেল কলেজ হাসপাতালে সকল রোগের ডায়াগানস্টিক টেষ্ট এর ব‍্যবস্থা নিশ্চিত, চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় সকল ঔষধ সরবরাহ, সকল ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত, মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, জরুরী ও মুমুর্ষ রোগী পরিবহনের জন্য বিনা ভাড়ায় এ‍্যাম্বুলেন্স এর ব‍্যবস্থা, জরুরী বিভাগে রোগী ভর্তিসহ সর্বক্ষেত্রে দালাল-সিন্ডিকেটের হয়রানী ও দৌরাত্ম্য বন্ধ, ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার, বিশুদ্ধ পানির ব‍্যবস্থা, হাসপাতালের টয়লেট, বাথরুমসহ সকল ওয়ার্ডে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, হাসপাতালের প্রয়োজন অনুসারে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ করে জনবল সংকট দুর এবং মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতি-লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর