October 9, 2024, 10:26 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন
নওগাঁয় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে জরিমানা

নওগাঁয় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানের মালিককে ৩৩ হাজার টাকা করা হয়েছে।
সোমবার (৩০ মে) উপজেলার আমাইতাড়া এবং ফতেপুর এলাকায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মাসুদ রানা ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। জরিমানাকৃত ওই ৫ প্রতিষ্ঠানের মালিক হলো সামসুজ্জামান (৫০), মনিরুজ্জামান (৫৫), আমিনুল ইসলাম (৪৩), আব্দুল কুদ্দুস (৪৫) ও আব্দুর রহিম (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার আমাইতাড়া এবং ফতেপুর এলাকায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মাসুদ রানা ও উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে সামসুজ্জামানকে ১০ হাজার, মনিরুজ্জামাকে ৫ হাজার, আমিনুল ইসলামকে ৫ হাজার, আব্দুল কুদ্দুস ১০ হাজার ও আব্দুর রহিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে ২ হাজার কেজি ছত্রাক ধরা মিষ্টি, ১০ হাজার পিচ অস্বাস্থ্যকর খুরমা, ৫ কেজি ক্ষতিকর রং, ২ হাজার লিটার পামওয়েল (ভোজ্য তেল), ৩শ কেজি জিলাপি, ৫শ কেজি দই, ৫শ কেজি ভেজাল গুড়,  ৫ হাজার লিটার মশা ও মাছি জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও তাদেরকে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার তৈরি না করা পর্যন্ত তাদের প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর