October 9, 2024, 6:29 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ

বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন আত্নপ্রকাশ ও নতুন কমিটি গঠিত কাজী ওহিদ- মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ের পথে অবিচল’ স্লোগানে গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত “বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আত্নপ্রকাশ ও নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী রবিবার দিনব্যাপী রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ ও নবনির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসস) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধ আজিজুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টেট এর যুগ্ম সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান। বিটিভির সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জান্নাতুল সোহেল চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুল ইসলাম ভুঁইয়া বলেন,বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে। যেহেতু সংগঠনটির স্লোগান ‘মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ের পথে অবিচল’ নিশ্চয়ই এই বাণী লেখা দেখে নিজেকে গর্বিত মনে হয়। গণমাধ্যমের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকের যারা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করবে তারা আগামীর জন্য বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের পেশার মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নেতৃত্ব দিয়ে প্রকৃত সাংবাদিকতা রক্ষা করবে।

বিশেষ অতিথি ওবায়দুল হক খান বলেন, হলুদ সাংবাদিকতা,অপ-সাংবাদিকতা রুখতে বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠন আগামীর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। সেই সাথে এই সংগঠনে যাতে কোন চাঁদাবাজদের জায়গা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুল ধারার গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অধিকার আদায়ের জন্যও ভুমিকা রাখবে। যারা নির্বাচিত হয়েছেন তারা সততার সাথে দায়িত্ব পালন করবে বলে বিশ্বাস করি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ বলেন, আমরা দেখেছি অনেক সাংবাদিকদের সংগঠন হয়েছে তবে গুরুত্বপূর্ণ ভুমিকা দেখতে পাচ্ছি না। সংগঠন খুলে শুধু ব্যক্তি স্বার্থ উদ্ধার করলে হবে না। ব্যক্তি স্বার্থ থেকে বেড়িয়ে এসে সংগঠনগুলো যদি নিজেদের অধিকার রক্ষার জন্য কাজ করে তাহলে একজন সাংবাদিকও অবহেলায় থাকে না। ডিইউজের দপ্তর সম্পাদক জান্নাতুল সোহেল চৌধুরী বলেন, গণমাধ্যমের মালিকেরা ভাল থাকলেও ভাল নেই আজ গণমাধ্যমকর্মীরা।

সঠিকভাবে বেতন-ভাতা দিচ্ছে না। প্রায়ই সময় দেখেছি কিছু ভুঁইফোড় পত্রিকা রয়েছে তারা কার্ড বাণিজ্য করে সাংবাদিক পেশার সম্মান নষ্ট করছে। এসকল ভুয়া অনিবন্ধিত পত্রিকা বিরুদ্ধে সাংবাদিকদের সংগঠনগুলোর কঠোর ভুমিকা নিতে হবে। পরে আলোচনা শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ গণমাধ্যমকর্মী অ্যাসোসিয়েশন সংগঠন পরিচালনায় গণমাধ্যমকর্মীদের সমর্থনে নির্বাচিত হন সভাপতি পদে দৈনিক আজকের সংবাদের রিপোর্টার মো. জাকির হোসেন, সহসভাপতি দেশ রুপান্তরের সানমুন আহমেদ, সহসভাপতি সময়ের আলো’ রনির্মল কুমার বর্মন, সাধারণ সম্পাদক একুশে সংবাদের আল আমিন এম তাওহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকানপোস্টের সিরাজুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক একুশে সংবাদের আরিফুল ইসলাম আরিফ। এছাড়াও কোষাধ্যক্ষ মোহাম্মদ সায়েম, দপ্তর সম্পাদক আল-হাসিব পান্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নারী ও সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ওনু, আইন সম্পাদক রফিকুল ইসলাম রাফি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাসেল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এখলাছুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম বাবু। কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে জহিরুল ইসলাম সানি, হাফিজুল ইসলাম, সোহাগ মিয়া, সাথী রহমান সাইবা, মো. কিরণ। সদস্য পদে মো. অক্ষর, হৃদয় বৈরাগী, রাকিব হোসেন শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন আমিন এম তাও।

Share Button

     এ জাতীয় আরো খবর