October 9, 2024, 4:25 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

বাহরাইনে রাষ্ট্রদূত বরাবর প্রবাসীদের ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক:
সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় ১কোটি ২০ লাখের অধিক প্রবাসীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি রাষ্ট্রদূত বরাবর বাংলাদেশ দূতাবাস, বাহরাইনে প্রদান করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখার ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের কাছ থেকে মানামা বাহরাইন এর লেবার কাউন্সিলর শেখ মুহাম্মদ তোহিদুল স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিনিধি দলে ছিলেন মোহাঃ আনোয়ার হোসেন (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, কেন্দ্রীয় কমিটি), মোঃ মিলন (সিনিয়র সহ-সভাপতি, বাহরাইন ), মোঃ শরীফ হোসেন (সাংগঠনিক সম্পাদক, বাহরাইন ), মোঃ আজিবুর রহমান (প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, বাহরাইন)।

১০ দফা দাবি সমূহঃ

১/ প্রবাসে মারা যাওয়া সকল বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২/ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩/ বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।
৪/ প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।
৫/ পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমু্ক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা চাই।
৬/ প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।
৭/ জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ চাই।
৮/ বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯/ বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশী দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
১০/ অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।

প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ে পাশে থাকার জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বাহরাইন শাখার সকল নেতাকর্মীদের বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি জনাব কবীর হোসেন। বাহরাইনে রাষ্ট্রদূত বরাবর প্রবাসীদের ১০ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান

Share Button

     এ জাতীয় আরো খবর