October 9, 2024, 4:26 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

নতুন প্রকল্প নেই আগের প্রকল্পগুলো মেয়াদ বাড়িয়ে দফায় দফায় হচ্ছে দুর্নীতি

টানা চার বছর ধরে নেই নতুন প্রকল্প। আগের প্রকল্পগুলোরও মেয়াদ বাড়িয়ে দফায় দফায় হচ্ছে দুর্নীতি। এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে কেন্দ্র থেকে মাঠ প্রশাসনে বাড়ছে টানাপোড়েন। নিয়ম লঙ্ঘন করে শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিন আছেন প্রধান কার্যালয়ের পদ আকড়ে। ফলে সময়মতো মিলছে না বদলী ও পদোন্নতি।এমন বিশৃঙ্খলা চলছে সরকারের গুরত্বপূর্ণ প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে (ইইডি)। প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তারা বলেছেন, প্রকল্পে অস্বচ্ছতা, গাফিলতি, অযোগ্যতা, অদক্ষতা, জনবল ঘাটতি, দুর্নীতিসহ নানা কারণে ইইডিতে অস্থিরতা নেমে এসেছে।দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা-ব্যবস্থাপনার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। প্রকল্প প্রস্তাব তৈরি, দরপত্র আহ্বানও করে থাকে সরকারি এ দপ্তর। এসব কাজে ইইডির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বহু পুরনো।
ইইডির তথ্য অনুযায়ী, বর্তমানে সারাদেশে ছোট-বড় ৬০-৬৫টি প্রকল্প চলমান রয়েছে। যার বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। এই প্রতিষ্ঠানের অধীনে সরকারের অগ্রাধিকার পাওয়া বড় একটি প্রকল্প ৩২৯ উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন। যার বরাদ্দ ২৩ হাজার কোটি টাকা। এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৪-১৫ অর্থ বছরে। প্রথম ধাপে ১০০টি উপজেলায় ১০০টি টিএসসি নির্মাণ কাজ শুরু হয় ওই বছরেই। শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালের জুনে।

ইইডি বলছে, নির্ধারিত সময়ে মাত্র ৩৬টি টিএসসির কাজ শেষ হয়েছে। অন্যগুলোর কাজ এখনো ৩০-৪৫ শতাংশ বাকি রয়েছে। ফলে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

ইইডির অধীনে আরেকটি বড় প্রকল্প হলো, সারাদেশে ১ হাজার ৮০০ মাদ্রাসা উন্নয়ন। যার বরাদ্দ ৬ হাজার ৩৪৩ কোটি টাকা। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিলো গত বছর।

কিন্তু ইইডি বলছে, এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৫০ শতাংশ। অর্থ ছাড় করা হয়েছে, মাত্র ৩০ শতাংশ। সময় মতো টাকা না পাওয়ায় ঠিকাদারদের সঙ্গে ইইডির মাঠ কর্মকর্তাদের টানাপোড়েন চলছে।

ইইডি জানিয়েছে, প্রকল্পটির মেয়ার ২ বছর বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

ইইডির প্রধান কার্যালয়ের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক দফায় ডিজাইন পরিবর্তনের কারণে ইইডির প্রকল্পে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। প্রকল্প নেয়ার আগে ইইডি সম্ভব্যতা যাচাই করতে না পারায় এই সঙ্কট বেড়েছে। একইসঙ্গে ডিজাইন ও ড্রয়িং বিভাগে জনবল ঘাটতির কারণে ভোগান্তি হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে ইইডির প্রধান প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষা সচিবের দোহায় দিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

অপারগতা প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা সচিবের অনুমতি ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না।

প্রকাশ দেব

Share Button

     এ জাতীয় আরো খবর