October 9, 2024, 8:24 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড ৩৭ লাখ টাকার ক্ষতি ॥ আহত ৫, পথে বসেছে ৮ পরিবার

 

জগন্নাথপুর প্রতিনিধি।।


সুনামগঞ্জের জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৮টি পাকা পিলারের টিনসেড ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। অগ্নিকা-ে সব কিছু পুড়ে যাওয়ায় পথে বসে গেছে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবার। তাঁদেরকে আশ্রয় দেয়া হয়েছে পরিত্যক্ত একটি স্কুলে। সরকারি ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
জানাযায়, ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চিতুলিয়া গ্রামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে গ্রামের আবুল কালাম ও ইমরান হোসেনের বাড়ির ৮টি টিনসেড ঘর ও ঘরে থাকা আসবাপত্র, নগদ টাকা , স্বর্ণালঙ্কার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। রাতেই আগুনের খবর পেয়ে এলাকার শতশত জনতা ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে প্রায় ঘন্টা ব্যাপী প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। ততক্ষনে সব কিছু পুড়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এছাড়া ১৫ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী সহ গণমান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সরকারি ভাবে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী বলেন, অগ্নিকা-ে ৮টি ঘর পুড়ে প্রায় ৩৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৮ পরিবারের ৪১ জন সদস্য পথে বসে গেছেন। ক্ষগ্রিস্তদের আপাতত পরিত্যক্ত একটি স্কুলে থাকতে দেয়া হয়েছে। আমার পক্ষ থেকে তাঁদেরকে জামা-কাপড় দেয়া হচ্ছে। সরকারি ভাবে তাঁদেরকে চাল সহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তদের শান্তনা দেয়ার ভাষা নেই। তবুও কিছুটা হলেও তাদের ক্ষতি পূরণে সরকারি ভাবে সহযোগিতা করা হবে বলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম আশ্বাস দিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর