মৌলভীবাজারে পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি ও সকল অংগ সংঘঠনের আয়োজনে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে আজ ২ সেপ্টেম্বর দুপুরে । বিক্ষোভ মিছিলটি শহরের সেন্ট্রাল রোডস্থ হামিদিয়া পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শমশেরনগর সড়কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান), সদর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক আনকার আলী সোলেমান, জেলা বিএনপি নেতা শামসুল হক সামা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, যুগ্ম আহাবায়ক সেলিম মোঃ সালাহ উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমেদ আহাদ ও শাম্মীর হাবিব চৌধুরী রবিন প্রমুখ। এ সময় বক্তারা স্বাগত কিশোর দাস চৌধুরী ও তাহার পরিবারের সদস্যদের উপর বর্বরতম হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।