October 8, 2024, 8:48 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

পানি-পয়ঃনিষ্কাশনে এআইআইবি দিচ্ছে ২০ কোটি ডলার

পানি-পয়ঃনিষ্কাশনে এআইআইবি দিচ্ছে ২০ কোটি ডলার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংকের (এআইআইবি) বোর্ড সভায় বাংলাদেশের পৌরসভা এলাকায় সুপেয় পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা।

শুক্রবার লুক্সেমবার্গে চীনভিত্তিক এ দাতাসংস্থার দুদিন ব্যাপী চতুর্থ বার্ষিক সভার শুরু হয়েছে।

সভার আগের দিন বৃহস্পতিবারে সংস্থাটির এক বোর্ড সভায় বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লুক্সেমবার্গে অনুষ্ঠিত এআইআইবি‘র ওই সভায় যোগ দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক একটি প্রকল্পে এ ঋণ দেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকা বা ৩০ কোটি ডলার।

অর্থ মন্ত্রণালয় জানায়, এআইআইবি‘র বার্ষিক সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রী সংস্থাটির প্রেসিডেন্ট জিন লিকুনের কাছে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরেন।

মুস্তফা কামাল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন দুই খাতেই বাংলাদেশ ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ এখন ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সাল নাগাদ এ প্রবৃদ্ধি দুই অংকের ঘরে উন্নীত হবে বলে আমরা আশা করছি।”

দুই অঙ্কের প্রবৃদ্ধিতে উন্নীত হওয়ার পাশাপাশি পরবর্তী যুগের প্রবৃদ্ধিকে টেকসই করতে জ¦ালানি, যোগাযোগ ও সামাজিক অবকাঠামো, বিশেষ করে শিক্ষা খাতে বিপুল অর্থ-সহযোগিতার প্রয়োজনের কথা এআইআইবি প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন।

জিন লিকুন বাংলাদেশের ‘অসাধারণ উন্নয়নের’ প্রশংসা করে এআইআিইবি‘র পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের  সহযোগিতার আশ্বাস দেন বলে অর্থ মন্ত্রণালয় জানায়।

বাংলাদেশের এই উন্নয়নচিত্র সরাসরি দেখার জন্য তিনি ‘অল্প দিনের মধ্যে বাংলাদেশ সফরের আকাক্সক্ষা ব্যক্ত করেন’ বলেও জানানো হয়।

এদিকে একই দিনে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় এ প্রকল্পটির জন্য ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর