October 8, 2024, 6:29 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

নেত্রকোণায় মাদ্রাসার সেই অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের ২ মামলা

নেত্রকোণায় মাদ্রাসার সেই অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণের ২ মামলা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রতিকি ছবি

ধর্ষণের অভিযোগে নেত্রকোণার কেন্দুয়ায় আটক মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বেলালীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে তার বিরুদ্ধে পৃথক এ মামলা দায়ের করেন দুই শিক্ষার্থীর বাবা। বেলালী পৌর এলাকার বাদে আঠরবাড়ী মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। মামলার বরাত দিয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া জানান, গত শুক্রবার মাদ্রাসা চলাকালীন এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে অধ্যক্ষ বেলালী। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা টের পেয়ে বেলালীকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা বেলালীকে গণপিটুনি দিয়ে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। ধর্ষণের ওই বিষয়টি ধরা পড়ার পর মাদ্রাসার আরও এক ছাত্রী মুখ খুলে। সে জানায়, পবিত্র ধর্মগ্রন্থের শপথ করিয়ে ওই অধ্যক্ষ এর আগে তাকেও ধর্ষণ করেছেন। পরে এ বিষয়টিও জানাজানি হলে ওই শিক্ষার্থীর বাবা কেন্দুয়া থানায় অধ্যক্ষ বেলালীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে, পুলিশি জিজ্ঞাসাবাদে বেলালী তার অপকর্মের কথা স্বীকার করেছেন বলেও দাবি করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শাহজাহান। বেলালীর দেওয়া বক্তব্য অনুযায়ী তিনি আরও জানান, এক বছরে মাদ্রাসায় ছয় শিক্ষার্থী অধ্যক্ষের কাছে ধর্ষণের শিকার হয়েছে। শিক্ষার্থীদের প্রথমে তিনি নিজ কক্ষে ডেকে নিয়ে কৌশলে ঘনিষ্ট হয়ে কাউকে কিছু না জানাতে পবিত্র ধর্মগ্রন্থ দিয়ে শপথ করিয়ে তাদের ধর্ষণ করতেন। এভাবে ছয় শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন বলেও শিকার করেছেন। বেলালীকে রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর