October 8, 2024, 6:36 pm

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

নারায়ণগঞ্জে ১২ শিশুকে ধর্ষণের অভিযোগে সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ২ মামলা

নারায়ণগঞ্জে ১২ শিশুকে ধর্ষণের অভিযোগে সেই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ২ মামলা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসার ১২ শিশু ছাত্রীকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক মাওলানা আল আমিনের বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতিত এক শিশুর অভিভাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ ছাড়া র‌্যাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফতুল্লা থানায় এ মামলা দু’টি করা হয়। র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা আল আমিন মাদ্রাসার ১২ ছাত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছে। একইসঙ্গে সে শিশু শিক্ষার্থীদের পর্নোগ্রাফি ভিডিওচিত্র দেখিয়ে এবং তাদের ছবি যুক্ত করে পর্নোগ্রাফি বানিয়ে ব্ল্যাকমেইল করে অসামাজিক কাজে বাধ্য করতো বলেও জানিয়েছে। এই ১২ ছাড়া আরও কোনও শিক্ষার্থীকে ওই শিক্ষক যৌন নির্যাতন করেছেন কিনা সে ব্যাপারে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে র‌্যাব। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, আসামি আল আমিনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাহমুদপুর এলাকার বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব।

Share Button

     এ জাতীয় আরো খবর