September 8, 2024, 8:12 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার- মো: সোলেমান আলী। এতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আশরাফুল আলম সরকার (নৌকা) ২৭ হাজার ৪’শ ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩’শ ৬৩ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সফিউল ইসলাম (চশমা) ২৭ হাজার ৯’শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মনোনীত প্রার্থী আশাদুজ্জামান মনি (লাঙ্গল) ১৪ হাজার ১’শ ৪৬ ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা (হাঁস) ২৭ হাজার ৮’শ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী (ফুটবল) পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৪ ভোট। ফলাফল ঘোষণার সময় ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট ছিল ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩শ’ ৪৪ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ ৭৪ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর