December 9, 2024, 10:57 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার- মো: সোলেমান আলী। এতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আশরাফুল আলম সরকার (নৌকা) ২৭ হাজার ৪’শ ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩’শ ৬৩ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সফিউল ইসলাম (চশমা) ২৭ হাজার ৯’শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মনোনীত প্রার্থী আশাদুজ্জামান মনি (লাঙ্গল) ১৪ হাজার ১’শ ৪৬ ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা (হাঁস) ২৭ হাজার ৮’শ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী (ফুটবল) পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৪ ভোট। ফলাফল ঘোষণার সময় ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট ছিল ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩শ’ ৪৪ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ ৭৪ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর