July 27, 2024, 12:19 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সুন্দরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল

মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন সম্পন্ন হয়। পরে রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণা করেন সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার- মো: সোলেমান আলী। এতে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত আশরাফুল আলম সরকার (নৌকা) ২৭ হাজার ৪’শ ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার (ঘোড়া) পেয়েছেন ১৯ হাজার ৩’শ ৬৩ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সফিউল ইসলাম (চশমা) ২৭ হাজার ৯’শ ৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা মনোনীত প্রার্থী আশাদুজ্জামান মনি (লাঙ্গল) ১৪ হাজার ১’শ ৪৬ ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা (হাঁস) ২৭ হাজার ৮’শ ৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী (ফুটবল) পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৪ ভোট। ফলাফল ঘোষণার সময় ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শাহানাজ আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকান্দার আলী, সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ। নির্বাচনে ভোটারদের প্রদত্ত ভোট ছিল ১৯ দশমিক ৪৫ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২শ’ ১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩শ’ ৪৪ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮শ’ ৭৪ জন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর