কিশোরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৪
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কিশোরগঞ্জে সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, লতিবাবাদ ইউনিয়নের ডাউকিয়া কাটাবাড়িয়া গ্রাম থেকে গতকাল সোমবার সকালে লাশটি তারা উদ্ধার করেন। নিহত আক্তার খানম (৩২) ওই এলাকার শফিক আহমেদ খানের স্ত্রী। আটককৃতরা হলেন শফিক আহমেদ খান (৩৮), তার ভাই লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ আহমেদ খান (৩৫), তাদের দুই ভাতিজা রাজিব আহমেদ খান (২৮) ও প্লাবন আহমেদ খান (১৮)। শফিকের বরাত দিয়ে ওসি বলেন, গত রোববার রাত তিনটায় ঘরে পারুলকে ঘরে দেখতে না পেয়ে তাকে আশপাশে খোঁজাখজি করা হয়। সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ে পারুলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার ও চারজেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানান তিনি। ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।