পিতার কাঁধে সন্তানের লাশ!! এর চেয়ে ভারী আর কি হতে পারে
পিডিনিউজ ডেস্ক
মোগল সম্রাট শাহজাহানকে প্রশ্ন করা হয়েছিল, দুনিয়ায় সবচেয়ে ভারী বস্তু কি? তার উত্তর ছিল- পিতার কাঁধে সন্তানের লাশ।
পিতার কাঁধে সন্তানের লাশ কত ভারী- প্রশ্নটা ফের একমাত্র পুত্রহারা হাফিজুর রহমান মকুল স্যারের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করেছি। জীবনের পড়ন্ত বেলায় সন্তানের লাশ কাঁধে হয়তো তিনিই বুঝেছেন তার ভার কতটা?
সন্তানের মৃতদেহ দেখতে একজন বাবার কাছে কেমন লাগতে পারে, তা কি আপনি-আমি অনুভব করতে পারবো? যে সন্তানকে পরম মমতায় কোলে পিঠে করে মানুষ করেছেন পিতা, প্রবল আদর যত্ন করে লালন-পালন করেছেন, সেই সন্তানের মরা মুখ যখন একজন পিতাকে দেখতে হয়, সেটা কতটা বেদনার হতে পারে, তা আপনি-আমি আন্দাজও করতে পারবো না।
যদিও ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন, তারপরও অত্যন্তু দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর জনবীমা, এরিয়া-০৩ এর ডেপুটি এরিয়া ইনচার্জ জনাব হাফিজুর রহমান মকুল স্যারের বড় ছেলে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ….. রাজেউন)। জানি উনার পরিবারের এ ক্ষতি পূরণ হবার নয়। তবুও আমরা সকলে তাঁর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে সবার কাছে তার জন্য দোয়া চাই যেন আল্লাহ তাকে জান্নাতবাসি করেন এবং উনার পরিবারকে এই শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন | আমিন|