December 26, 2024, 7:30 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

রাজধানীতে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

রাজধানীতে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর গুলশানে মেয়ে জামাইয়ের লাঠির আঘাতে রওশন আরা (৬৬) নামে এক শাশুড়ির মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিহতের মেয়ে আলীয়া ফারজানা (৩৬) সঙ্গে তার স্বামী সাইফুল ইসলাম ভুঁইয়ার বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ কারণে আলীয়া দেড়/দুইমাস ধরে তার বাবা-মায়ের সঙ্গে তাদের গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন। গত সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথা-কাটাকাটি একপর্যায় ফারজানাকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এ সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিকিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন তিনি। এতে তার বাম হাত ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয়। আর মেয়ে ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের পর সাইফুলকে আটক করা হয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর