October 7, 2024, 2:24 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

মূল্যসংশোধন পুঁজিবাজারে

মূল্যসংশোধন পুঁজিবাজারে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ নভেম্বর) সূচকের নিন্মমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস উত্থানের পর পুঁজিবাজারে দরপতন হলো।

তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছিলো। বাজারের এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করছেন  বাজার সংশ্লিষ্টরা।

সোমবার দিনভর সূচকের নিন্মমুখী প্রবণতায় দুই বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৮৫ পয়েন্ট।

ডিএসই’র তথ্যমতে, এ বাজারে ১৩ কোটি ২০ লাখ ৯ হাজার ৫১৩টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৭০ লাখ ২ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯১ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২০২ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৫ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ১১২ পয়েন্ট কমে ১৬ হাজার৭৪পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৩টির এবং ২৯টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৯ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর