December 27, 2024, 3:43 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

স্বামীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে স্ত্রীর অনুরোধ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিখোঁজ স্বামী মিঠুন চৌধুরীর সন্ধান পেতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন স্ত্রী সুমনা চৌধুরী সীমা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে সুমনা চৌধুরী বলেন, গত ২৭ অক্টোবর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন রাজধানীর ফরাশগঞ্জ থেকে আমার স্বামী মিঠুন চৌধুরী ও তার এক সহকর্মী আশিক ঘোষকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। আমার স্বামী ও তার সহকর্মীকে উদ্ধার ও তাদের সন্ধান পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সুমনা চৌধুরী অভিযোগ করেন, নিখোঁজ হওয়ার ব্যাপারে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে জিডি নেওয়া সম্ভব নয় বলে জানান। স্বামী নিখোঁজের পর থেকে তিনি এবং তার স্কুলপড়ুয়া দুই সন্তান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান সুমনা চৌধুরী। তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার বিষয়ে তার শাশুড়ি ও গ্রামের লোকজনও চরম দুশ্চিন্তায় ভুগছেন। আশিকের পরিবারও এ বিষয়ে উদ্বিগ্ন। নিখোঁজ মিঠুন চৌধুরী বাংলাদেশ জনতা পার্টির (বিজিপি) সভাপতি ও আশিক ঘোষ কেন্দ্রীয় নেতা। সংবাদ সম্মেলনে নিখোঁজ দুই জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর