July 4, 2024, 1:56 pm

সংবাদ শিরোনাম
অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার বানভাসি মানুষের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার…ত্রান প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই

মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসারের টাকা ছিনতাই
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কোম্পানীর চেক ও নগদ প্রায় ২লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিলম্বে প্রাপ্ত সংবাদে জানা গেছে- গত ১৭ অক্টোবর সিম্পনি মোবাইল সেলস অফিসার মোঃ মোস্তফা কামাল অফিসের কাজ শেষে মাধবপুর থেকে তাজ গাড়িতে  শায়েস্তাগঞ্জে এসে  হবিগঞ্জ বিরতি  (ঢাকা মেট্র-ব ১১-৮৪৮৭)  গাড়িতে শ্রীমংগলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার পাশের সিটে হামদদ নামীয় প্রতিস্টানের ওষদ নিয়ে অপরিচিত একজন বসে পড়ে ও তার পেচনের সিটে এক হকার বসে। পাশের সিটে বসা হামদর্দ ওষদ বিক্রেতা তার ওষদ এর ব্যাগ থেকে মোস্তফাকে একটি চকলেট খাওয়ার জন্য বললে সে না খেয়ে চকলেট ফিরেয়ে দেয়। এ সময় ঐ হামদর্দ ওষদ বিক্রেতা তাকে আবারও খাবার জন্য বললে সে পুনরায় খেতে অস্বীকার করলে তার নাক ও মুখের কাছে নিয়ে ঘষা মারার চেষ্টা করে। এর ১০থেকে ১৫ মিনিটের মধ্যে মোস্তফা  গাড়ীতেই অজ্ঞান হয়ে পড়ে এবং গাড়ীর ড্রাইভার তাকে অজ্ঞান অবস্থায় মৌলভীবাজার বাস কাউন্টারে নামিয়ে দেয়। মৌলভীবাজার হবিগঞ্জ বাস কাউন্টার ম্যানেজার বিষয়টি মোস্তফার অভিবাবককে জানালে তার পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ব্যপারে জানতে চাইলে সিম্পনি মোবাইল কোম্পানীর জেলা ম্যানেজার মারজান আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- নগদ ১লক্ষ ৬১ হাজার টাকা চিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় কোম্পানীর পক্ষ থেকে সাধারন ডায়রী করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর