টাঙ্গাইলে দুই বোনকে নগ্ন করে ভিডিও ধারণের ঘটনায় গ্রেফতার ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
টাঙ্গাইলের দেলদুয়ারে এক সেনা সদস্যের নেতৃত্বে দুই বোনকে জোর পূর্বক নগ্ন করে ভিডিও চিত্র ধারণ ও শ্লীলতা হানীর ঘটনায় দায়ের করা মামলায় সেনা সদস্যের সহযোগি দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় মামলার আইও এস.আই আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন সড়কে ফাঁদ পেতে জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে। প্রেফতারকৃতরা হলো চিনাখোলা গ্রামের ইয়াছিন আলীর ছেলে আবদুল জব্বার(৩০) ও একই গ্রামের ইমান আলীর ছেলে মোঃ মোশারফ হোসেন(৩২)। ১৭ অক্টোবর উপজেলার পাথরাইল ইউনিয়নের দেওজান চিনাখোলা গ্রামে বাড়ীতে অভিভাবকের অনুপস্থিতিতে নবম শ্রেণি পড়-য়া দুই বোনকে ঘরের দরজা বন্ধ করে ভয়ভীতি দেখিয়ে নগ্ন করে ভিডিও চিত্র ধারণ এবং শ্লীলতা হানী করে ওই গ্রামের সেনা সদস্য মোঃ শরিফ (২৪ পদাতীক ডিভিশন চট্রগ্রাম)। এ ঘটনার ভিডিও চিত্র প্রকাশ হলে ভিকটিমের মা ফিরোজা বেগম ২৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনা সদস্য শরিফসহ তার সহযোগি ৪জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার মামলা নং- ০৯,। মামলার আইও জানান চাঞ্চল্যকর এ মামলার ৪ আসামীর মধ্যে ২জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সেনা সদস্য শরিফকে গ্রেফতারের চেষ্টা চলছে।