সাভারে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার সাভার উপজেলায় দুই জায়গা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাদের একজন আত্মহত্যা করেছেন, আর অন্যজন বাসের ধাক্কায় মারা গেছেন। সাভার মডেল থানার এসআই নাজমুল খান জানান, গতকাল মঙ্গলবার সকালে সাভারের গে-া এলাকা থেকে ওমর ফারুক (৪০) ও বলিয়ারপুর মধুমতী মডেল টাউনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। ফারুক গে-া এলাকায় ভাড়া বাসায় থেকে রেন্ট-এ-কারের ব্যবসা করতেন জানিয়ে তিনি বলেন, ফারুক সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে। প্রতিবেশীদের বরাতে তিনি বলেন, ফারুকের সঙ্গে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হত। গত সোমবার রাতেও ঝগড়া হয়। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া লাশ ঝুলতে দেখা যায়। ফারুক আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা করা হচ্ছে। এছাড়া সাভারের বলিয়ারপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ। এসআই নাজমুল বলেন, তার বয়স আনুমানিক ৩২ বছর। বাসচাপায় তার মৃত্যু হয়েছে বলে পথচারীরা জানিয়েছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে তিনি জানান।