December 26, 2024, 5:54 pm

সংবাদ শিরোনাম

মহল্লায় ‘বিপিএলের জুয়ায়’ বাধার কারণেই মানারাত ছাত্র খুন!

মহল্লায় ‘বিপিএলের জুয়ায়’ বাধার কারণেই মানারাত ছাত্র খুন!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ম্যাচ নিয়ে মহল্লায় জুয়া খেলায় বাধা দেওয়ায় খুন হতে হয়েছে নাসিম আহমেদকে (২৩)। নিহতের পরিবার এমনই দাবি করেছেন। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে পুলিশও বিপিএল জুয়ার অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।

নাসিম আহমেদ

সোমবার সকালে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় পোস্ট অফিস গলিতে নিজের বাসার অদুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ও পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় আলী আহমেদ সাইফুদ্দিনের ছেলে মো. নাসিম আহমেদ। তিনি বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন।

নিহতের নিকটাত্মীয় মো. ইফতেখার জানান, রোববার সকালে নাস্তা শেষে নাসিম রাস্তায় বের হন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করে বলেন, পোস্ট অফিসের গলিতে তাদের বাসার সামনে রোববার বিপিএল ক্রিকেট খেলার নিয়ে আবদুর রশীদ নামের এক ব্যক্তি জুয়ার আসর বসায়। নাসিম সেই জুয়ার আসরে বাধা দেয়। জুয়ার আসরে বাধা দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে রশীদ ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নাসিমকে হত্যা করেছে বলে মনে করছেন তারা।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই এলাকায় বিপিএল খেলায় জুয়ার আয়োজন করার সত্যতা পাওয়া গেছে। আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

তাদের গ্রেফতার করা গেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর