-
- জাতীয়
- রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন
- আপডেট সময় April, 25, 2018, 10:29 am
- 320 বার পড়া হয়েছে
মোঃ ইকবাল হাসান সরকারঃ
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রাইভেট ডিটেকটিভকে জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, বিচারকগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আইন প্রণেতা, সিনিয়র রাজনীতিবিদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর