December 21, 2024, 5:33 pm

সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায় যশোরে জামিয়া ইসলামীয়া মাদ্রাসার অনুষ্ঠানের ভিডিও নিয়ে তোলপাড় পটুয়াখালীতে রাখাইনদের ধান লুটের ঘটনা মিথ্যে দাবী করে যুবদল নেতার মানববন্ধন ভারত সীমান্তের ইছামতী নদীর তীর থেকে ৩ বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার সেন্টমার্টিন দ্বীপে শতাধিক ইট-পাথরের স্থাপনা : ২০৪৫ সালের মধ্যেই সাগরে তলিয়ে যাবার আশংকা

উলঙ্গ অবস্থায় জঙ্গল থেকে কলেজ ছাত্রী উদ্ধার

উলঙ্গ অবস্থায় জঙ্গল থেকে কলেজ ছাত্রী উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জঙ্গল থেকে গণধর্ষনের শিকার এক ছাত্রীকে অচেতন অবস্থায় জঙ্গল থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধর্ষিতা রাজশাহীর একটি কলেজে অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং এ অধ্যয়নরত ছাত্রী। তিনি গাজীপুরের মাঝখোলা এলাকায় একটি মেসে ভাড়া থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করেন। শনিবার (১৪ অক্টোবর) ভালুকার উথুরা জঙ্গল থেকে তরুণীকে উদ্ধার করা হয়। ধর্ষিত তরুণীর সঙ্গে কাগজপত্র, দুটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড পাওয়া গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম জানান, সকালে ভালুকার নারাঙ্গী গ্রামের জঙ্গলে উলঙ্গ অবস্থায় তরুণীকে দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে জানালে মেয়েটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল্লাহ জানান, নেশাজাতীয় কিছু খাইয়ে একাধিক ব্যক্তি মেয়েটিকে ধর্ষণ করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, অচেতন অবস্থায় পুলিশ প্রথমে তরুণীকে ভালুকা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি সুস্থ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর