প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
নিয়োগ পরীক্ষার কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একদল চাকরিপ্রত্যাশী। তাদের দাবি, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী রোববার বেলা ১১টার দিকে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেয়। এ সময় তাদের হাতের প্ল্যাকার্ডে ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘নিয়োগে অভিন্ন কার্ড মার্ক নিশ্চিত কর’, ‘নাতি পুতি কোটা বাতিল কর’, ‘১০%–এর বেশি কোটা নয়’- ইত্যাদি দাবি লেখা দেখা যায়। কর্মসূচির শুরু থেকেই ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। প্রায় ৪০ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
সাধারণ ছাত্রঅধিকার সংরক্ষণ পরিষদের পাঁচ দফা দাবি হল- সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা, নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা।
পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার পর আন্দোলনকারীদের চার সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। দাবি আদায় না হলে আগামী ৪ মার্চ মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা রয়েছে আন্দোলনকারীদের।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা