March 13, 2025, 6:54 pm

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে এম নাসের রহমান কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন উখিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই এই সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী, নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিঠাপুকুর হাড়িভাঙ্গা আমের সোনালী মুকুলে মৌ মৌ গন্ধে মুখরিত নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বেনাপোল সীমান্তে মটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত।আহত-১ মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বৃহত্তর শেরপুর ছাত্র সমাজের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত মধুপুরে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এর আগমনে সংবর্ধনা

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার বাদীকে মারধর

রাকিবুল হাসান(রকি)শিবচর উপজেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার বাদীকে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে।

এসময় তাকে প্রাণনাশের হুমকিও দেন হামলাকারীরা। মামলার বাদী আহত মোঃ রাকিব মুন্সি (২৫) শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার বাসিন্দা।

সোমবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী রাকিব মুন্সি।

হামলার শিকার রাকিব মুন্সি বলেন, প্রায় নয় মাস পূর্বে আখী আক্তারকে প্রেমের প্রলোভন ও ভয় দেখিয়ে তুলে নিয়ে বিয়ে করে হেলাল মুন্সি। এরপর গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আমার ছোট বোন আখি আক্তার (২০)’কে হত্যা করে দ্রুতগতির ট্রেনের সাথে ধাক্কা দিয়ে ব্রীজের নিচে ফেলে দেয়। পরিকল্পিতভাবে হত্যা করার কারনে রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা দায়ের করি।

আজ উক্ত মামলার ধার্জ তারিখ ছিল আদালতের কার্যক্রম শেষ করে আড়াইটার দিকে জর্জকোর্ট এর গেটের সামনে আসামিরা আমাকে এলোপাথারী কিল-ঘুষি, লাথি মেরে রক্তাক্ত করে।

এসময় কোর্টে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে আমি প্রাণে রক্ষা পাই।

এসময় মামলা তুলে না নিলে আমাকে প্রাণনাশের হুমকিও দেন হামলাকারীরা।

রাকিব মুন্সি বলেন, তিন জন আসামীর মধ্যে পুলিশ মাত্র একজন আসামীকে আটক করেছে। বাকী আসামীরা প্রভাবশালী হওয়ায় আমাকে ও আমার পরিবারের লোকজনদের ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোকজন। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।

Share Button

     এ জাতীয় আরো খবর