January 27, 2025, 9:34 am

সংবাদ শিরোনাম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ বর্ণিল আয়োজনে ফুলবাড়ীবাসীর মিলন মেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেরপুরে মিথ্যা অভিযোগে ব্যবসায়ীসহ বিএনপির নেতাকর্মীদের নামে হয়রানি মামলা! প্রতিবাদে সংবাদ সম্মেলন চিলমারীতে আগামীকাল শুরু হতে যাচ্ছে, উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ বাংলাদেশের হাটঘাট থেকে ইজারা প্রথা বাতিল করতে হবে- হাসনাত কাইয়ূম গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার –গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জৈন্তাপুরে ১৯ বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করলো বিজিবি-বিএসএফ শেরপুরে মিথ্যা অভিযোগে ব্যবসায়ীসহ বিএনপির নেতাকর্মীদের নামে হয়রানি মামলা! প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজারহাটে কনকনে ঠান্ডা ঘন কুয়াশা দেখা নেই সূর্যের-

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- 

 রাজারহাট উপজেলায় পৌষ পেড়িয়ে মাঘের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের মৃদু বাতাসে জনজীবন বিপর্যস্ত।সারাদিন দেখা নেই সূর্য্যের। সূর্য্য বিহীন কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। উঞ্চতা পেতে খড়কুঠো জালিয়ে আগুনের তাপে বসে থাকা পশ্চিম দেবোত্তর গ্রামের বৃদ্ধা অতুল চন্দ্র(৭৫) বলেন, আজকে খুব ঠান্ডা, মাঘের জারে বাঘ কান্দে বাহে, জারত থাকায় যায়না,তাই খরকুটার পোড়ের আগুন তাপাই, অনিতা রানীও(৫৫)বলেন ঠান্ডায় সূর্য্যের দেখা নাই, হাত পাও বরফ হইয়া গেছে, বোলো রানী(৬৫) বেশি ঠান্ডাত জীবন বাঁচায় দায়, কেউ যদি একান কম্বল দেইল হয়।

 তাপমাত্রা নিম্নগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।দিনমজুর সুধা রানী জানান প্রচন্ড ঠান্ডার সকালে কাজ করতে যাচ্ছি অন্যের বাড়ীতে। ঠান্ডায় ঘর থেকেই বের হতে চাং নাই,আবার কাজ না করলে খাইম কি।

উমরমজিদ ইউনিয়নের কৃষি শ্রমিক  জীবন চন্দ্র রায়  বলেন, “জমিতে চারা রোপণ শুরু করছি। কিন্তু এতো ঠাণ্ডা যে কাদা পানিতে পা রাখা যাচ্ছে না। ঠাণ্ডার কারণে ঠিকমত কাজ করতে পারছি না।অটোরিকশা চালক সোহেল  ইসলাম ও বাদল রায়  বলেন, সকালে হেডলাইট জালিয়ে অটো চালাতে হয়।

অতিরিক্ত ঠান্ডায় যাত্রী কম হয়।রুটিরুজির জন্য কনকনে ঠান্ডা ও শীতে গাড়ী নিয়ে বেড়েয়েছি।

ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমিক শাহাজাহান আলী(৫৫)বলেন কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে যোগদান করি,পা মাটিতে রাখতেই শরীর হিম হয়ে যায়।

রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান – দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা কে বলেন, পাঁচ হাজার চার শত কম্বল বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,আজকের সর্বনিম্ন আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২:৬ ডিগ্রি সেলসিয়াস।আগামিতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর